পাঁচ জেলায় আরও ১০ জন আটক

আটঘরিয়ায় অবৈধ অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
আটঘরিয়ায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। অপরদিকে বিভিন্ন অপরাধে ময়মনসিংহ, দেবহাটা ও সাতক্ষীরা, রাঙামাটির কাপ্তাই, বগুড়ার সোনাতলা, চট্টগ্রামের আনোয়ারা এবং বোয়ালখালীতে ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, আটঘরিয়া উপজেলার ভবানীপুর গ্রামের ঈসমাইলের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। মঙ্গলবার উপজেলার ভবানীপুর গ্রামের ঈসমাইলের বাড়িতে অভিযান চালিয়ে লোহার তৈরি একনলা বন্দুক, লোহার তৈরি শুটার গান, ৩৮ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড ২২ বোরের গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- একদন্ত ইউনিয়নের চন্ডীপাশা গ্রামের শাহীনুর রহমানের ছেলে ফরিদ শেখ (২৭), পাবনা সদর থানার মালঞ্চি ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ইসমাইল (২৭) ও একই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে ইউসুফ আলী (২৭)। তাদের বিরুদ্ধে অস্ত্র বেচাকেনার অভিযোগও রয়েছে। ময়মনসিংহ বু্যরো জানায়, ময়মনসিংহে চার হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নগরের মাসকান্দা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আবদুল কাইয়ুম (৩০) ও গৌরীপুরের শাহাবাজপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আমিরুল ইসলাম (৩৫)। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় অভিযান চালিয়ে একজন ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা সীমান্তের লক্ষীদাঁড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের উত্তম মলিস্নকের মেয়ে কল্যাণী সরকার (২৫) ও সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সোনাখালী গ্রামের অন্নদা মন্ডলের মেয়ে তরুণ কান্তি মন্ডল। দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার দেবহাটা আনারুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান মিন্নুর (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারুলিয়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত দীন আলী গাজীর ছেলে। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মিলন কান্তি দে ওরফে বৈদ্য মিলন (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে চন্দ্রঘোনা থানা এলাকাধীন ছাগলখাইয়া বটতল এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকার বাসিন্দা। সোনাতলা (বগুড়া) প্রতিনিধি জানান, ছাত্র-জনতার অভু্যত্থানের ঘটনায় বগুড়া সদরে হত্যা মামলার আসামি যৌথবাহিনীর অভিযানে বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে যৌথবাহিনী তার বাড়ি ঘেরাও করে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে ৫টি ছোরা, একটি চাইনিজ কুড়াল, ছয়টি রামদা, তিনটি চাকু, একটি বার্মিস চাকুসহ এসব অস্ত্র উদ্ধার করা হয়। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করেছে। অভিযানকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়। বুধবার রাত ২টার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। আটক হলো- একই গ্রামের আব্দুর ছবুরের দুই ছেলে আব্দুলস্নাহ আল নোমান (২৫) ও আবু হাফিন (১৭)। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বিকাশের দোকানের ক্যাশ বাক্স থেকে লাখ টাকা চুরির ঘটনায় মো. আমির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে আমিরকে গ্রেপ্তার করা হয়। সে নগরীর চান্দগাঁও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মোহরার অসীম মিস্ত্রি বাড়ির আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।