বিশ্বসেরা অর্জনে বনানীর সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ
প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের সাফল্যের ধারাবাহিকতায় এ বছর দুই উজ্জ্বল নক্ষত্র 'ঋষ্য ঋষভ' ও 'আহনাফ আন্নাফি ফামান' সম্মানজনক 'আউটস্ট্যান্ডিং ক্যামব্রিজ লার্নার এওয়াড' অর্জনের মাধ্যমে শুধু 'সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ'ই নয়, পুরো বাঙালি জাতির জন্য সম্মান বয়ে এনেছেন। এই পুরস্কার ছাত্র-ছাত্রীদের পড়াশুনার প্রতি নিষ্ঠা ও একাগ্রতার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর প্রদান করা হয়ে থাকে।
ঋষ্য ঋষভ কেমব্রিজ ও লেভেল পরীক্ষায় ম্যাথ-ডি বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়ে সম্মাননা অর্জন করেছেন। অন্যদিকে, আহনাফ আন্নাফি ফামান এএস লেভেল ম্যাথে বিশ্বে সর্বোচ্চ নম্বর এবং ফারদার ম্যাথে দেশের সব শিক্ষার্থীকে ছাড়িয়ে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য মোট দুটি সম্মাননা অর্জন করেছেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহনাজ বেগমের পক্ষ থেকে সাউথ পয়েন্ট পরিবারের দুই তারকাসম শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি