বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আমরা দুই দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই :নৌ-উপদেষ্টা

চাঁদপুর প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আমরা দুই দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই :নৌ-উপদেষ্টা
আমরা দুই দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই :নৌ-উপদেষ্টা

'পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না' মন্তব্য করে নৌ-পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, 'ভারত যা করছে, কোনো কারণ নেই এসব করার। আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাদের নাগরিক। আমরা তাদের ভালো-মন্দ দেখছি। ভারতের গণমাধ্যম যা করছে, দয়া করে এসব করবেন না। আমরা দুই দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই।'

মঙ্গলবার চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'আগে যা অনিয়ম-চুরি হয়েছে, সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না। এখন যাতে আর চুরি না হয় সেটাই আমাদের দেখার বিষয়। যার কারণে আমি নিজেই কাজের অগ্রগতি দেখার জন্য এসেছি।'

পদ্মা-মেঘনা নদীতে যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সে বিষয়ে হুঁশিয়ারি দেন উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে