বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
উপকৃত হবেন হাজারো কৃষক

সোনাইছড়ি খালে বাঁধ হলে চাষের আওতায় আসবে ৫শ' একর জমি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সোনাইছড়ি খালে বাঁধ হলে চাষের আওতায় আসবে ৫শ' একর জমি

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের সোনাইছড়ি খালে ২ নম্বর বাঁধ নির্মাণ করা হলে সেচ সুবিধায় চাষের আওতায় আসবে ৫শ' একর জমি। এতে উপকৃত হবেন হাজারো কৃষক।

মঙ্গলবার সকালে সরেজমিন দেখা যায়, উপজেলার সোনাইছড়ি খালে ৪ নম্বর ওয়ার্ড উপরপাড়া এলাকায় সেচের সুবিধার্থে সরকারিভাবে একটি সস্নুইসগেট নির্মাণ করা হলে ভাঙনের কবলে পড়ে সেটি এখন অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে খালের গতিপথ পরিবর্তন হয়ে পড়ে।

এদিকে প্রতিবছর এই খালে বাঁধ দিয়ে কৃষকদের সেচ সুবিধা দিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিত স্থানীয় একটি চক্র।

এ বছর স্থানীয় কৃষক ও জমির মালিকরা মিলে বাঁধ দিয়ে কৃষকদের সুলভমূল্যে সেচ সুবিধা দিতে উদ্যোগ নেয়। এ নিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অনুমতির আবেদনপত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে স্থানীয় একটি সূত্র জানায়, এবারও কৃষকদের জিম্মি করে টাকা হাতিয়ে নিতে স্থানীয় একটি চক্র ওঠেপড়ে লেগেছে। এর অংশ হিসেবে সস্নুইসগেট এলাকায় একটি লাল পতাকা টানিয়ে দেয়।

বাঁধ বাস্তবায়ন কমিটির সভাপতি ও স্থানীয় জমির মালিক আবদুল লতিফ ও সাধারণ সম্পাদক মাস্টার সালাহউদ্দিন আহমদ বলেন, সোনাইছড়ি খালের ২ নম্বর বাঁধটি দীর্ঘদিন স্থানীয় কৃষকদের তত্ত্বাবধানে ছিল। গত সরকারের আমলে প্রকল্পটি দখল করে কৃষকদের কাছ থেকে খেয়াল-খুশিমতো সেচ খরচ আদায় করত। রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকার কৃষক ও জমির মালিক বাঁধ নির্মাণ করে সেচকাজে সহায়তা করতে ঐকমত্য পোষণ করেছে।

কৃষক কলিম উলস্নাহ জানান, এই সোনাইছড়ি খালে বাঁধ দিয়ে সেচ সুবিধা পেলে বোরো ধান, সবজি ক্ষেত ও গোলাপ চাষে আগ্রহী হবেন।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান জানান, বিগত বছরগুলোতে একটি চক্র নিজেদের খুশিমতো বাঁধ দিয়ে কৃষকদের জিম্মি করে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিত। এ বছর স্থানীয় কৃষক, জমির মালিক ও স্থানীয় লোকজনের সমন্বয়ে একটি কমিটি করে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষকরা কোনো ধরনের হয়রানির শিকার না হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে