বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছেন -মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছেন -মাহমুদুর রহমান

দৈনিক 'আমার দেশ' পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, 'বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছেন।'

গত সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে ঐতিহাসিক শহীদ বাবরী মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদী কনফারেন্সে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরও বলেন, 'বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ হিন্দুত্ববাদী ভারত কোনো দিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। ভারত ৫ই আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করছে।'

যুব ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান।

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতী মুবারকুলস্নাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামে যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, জাতীয় নাগরিক কমিটির সদস্য আতাউলস্নাহ ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে