বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হরিণাকুন্ডুতে জমির পাকা ধানে আগুন

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
হরিণাকুন্ডুতে জমির পাকা ধানে আগুন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শরিফুল ইসলাম নামের এক কৃষকের ৬০ শতাংশ জমিতে কেটে রাখা পাকা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পারফলসী গ্রামে এই ঘটনা ঘটে। কৃষক শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আইনুদ্দীন মোলস্নার ছেলে। স্থানীয়রা জানান, সোমবার ধান কেটে ক্ষেতেই রেখেছিলেন শরিফুল ইসলাম। কিন্তু রাত সাড়ে আটটার দিকে জমিতে কেটে রাখা ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শরিফুল ইসলাম বলেন, '৬০ শতাংশ জমির ধান কেটে ক্ষেতেই স্তূপ করে রেখে এসেছিলাম। ধান বাড়িতে নিতে গাড়ি না পাওয়ায় ঘরে তুলতে পারিনি। পরদিন ভোরে এসব ধান বাড়িতে আনার কথা ছিল। তবে এর আগেই সোমবার রাতে সব ধান পুড়িয়ে দিয়েছে।'

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান বলেন, 'একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে