ফরিদপুরের সালথা উপজেলা নির্বাচন অফিস থেকে বর্তমানে কোনো রকম ভোগান্তি আর হয়রানি ছাড়াই মিলছে সেবা। ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে নানা ব্যতিক্রমী উদ্যোগ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইমরানুর রহমান যোগদানের পর থেকেই অফিসকে দালালমুক্ত এবং গ্রাহককে সেবা প্রদান নিশ্চিত করা ছাড়াও নানা উদ্যোগে পাল্টে গেছে উপজেলা নির্বাচন অফিসের চিত্র। এ অফিসার সালথায় যোগদানের পূর্বে নির্বাচন অফিস নিয়ে অনেক অসন্তোষ ও অভিযোগ থাকলেও বর্তমানে উপজেলার জনগণ অত্যন্ত সন্তুষ্ট এবং গর্বিত।
সেবা নিতে আসা মনি মুন্সী, চাদনী আক্তার, সারাফাত মাতুব্বর ও সাকিব মিয়া বলেন, 'আমরা এনআইডি কার্ড সমস্যা নিয়ে আসলে নির্বাচন কর্মকর্তা দ্রম্নত সমাধান করেছেন। সাধারণ মানুষ নির্বাচন অফিসে আসলে ভোগান্তি ছাড়াই দ্রম্নত সেবা পাচ্ছে।'
উপজেলা নির্বাচন অফিসার ইমরানুর রহমান বলেন, 'অন্য উপজেলার মতো সালথায় সংশোধন ও নতুন ভোটারের প্রচুর চাপ রয়েছে। আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলি। এ ক্ষেত্রে কারও সুপারিশ বা কোনো দালালের ছত্রচ্ছায়া নির্বাচন অফিসে জায়গা পায়নি।'