এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় মান্নান গ্রেপ্তার, নির্মাণাধীন কফি হাউজ উচ্ছেদ
প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্যকে হত্যা মামলার আসামি মান্নান ফকিরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সেই সঙ্গে আজুগড়া বেড়িবাধে সংলগ্ন নির্মানাধীন কফি হাউজ উচ্ছেদ করা হয়। গত সোমবার বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া থেকে তাকে গ্রেপ্তারের পর বিকালেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
মান্নান উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আ'লীগ নেতা বদিউজ্জামান ফকির ওরফে বদী ফকির এবং তাঁত ব্যবসায়ী সালাম ফকিরের ভাই।
সেনাবাহিনীর বেলকুচি-এনায়েতপুরের দায়িত্বপ্রাপ্ত কর্নেল মারুফ জানান, আত্মগোপনে ছিলেন মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মান্নানকে পুলিশের সাহায্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে ইউএনও আফিয়া সুলতানা কেয়া অবৈধভাবে নদীর মধ্যে কফি হাউজ নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করে দেয়।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, মান্নানের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। গত ৪ আগস্ট এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলারও আসামি তিনি।