২১শে গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সব নেতাকর্মী খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছেন ১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদার কর্মী-সমর্থক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত সোমবার আনন্দ মিছিলটি বের হয়।
মিছিল শেষে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলমের নির্দেশে পথসভায় বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আশরাফুল ইসলাম সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক তানভীরুল হক সোহেল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন।
এ সময় বক্তারা বলেন, সত্যের বিজয় হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার একনায়কতন্ত্র কায়েম করার উদ্দেশে তারেক রহমানসহ অন্য নেতাকর্মীদের সাজা দিয়ে কারাগারে রাখার ঘটনা সাজিয়েছিল। তারেক রহমান দ্রম্নত দেশে আসবেন।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে খালাস দেওয়ায় কিশোরগঞ্জের কটিয়াদীতে পৌর বিএনপি, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলে আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মিছিলটি কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণ করেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াছ আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া ও জাহাঙ্গীর আলম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী ও মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, দপ্তর সম্পাদক অহিদুজ্জামান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুর, উপজেলা ছাত্রদলের আহবায়ক তসরিফুল হাসিব, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক দিদারুল ইসলাম, সদস্য সচিব নুরুল হক নাসিম প্রমুখ।