বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পবিপ্রবির সঙ্গে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষর

পটুয়াখালী প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পবিপ্রবির সঙ্গে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে কলেজ অব পস্ন্যান্ট প্রটেকশন বা কৃষি বিশ্ববিদ্যালয় চায়না। মঙ্গলবার সকাল ১০টায় কৃষি অনুষদের কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি অনুষ্ঠিত হয়। পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য কলেজ অব পস্ন্যান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়নার চারজন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চায়নার কলেজ অব পস্ন্যান্ট প্রটেকশনের ডিন অধ্যাপক ড. জুন লিউ।

চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে আরও ছিলেন পস্ন্যান্ট বায়োসিকিউরিটি বিভাগের অধ্যাপক জিহং লি, পস্ন্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ইয়ান লি। উপস্থিত ছিলেন পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মামুন অর রশিদ, পোস্ট গ্র্যাজুয়েট স্ট্যাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পস্ন্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রুবেল মাহমুদ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ইমাদুল হক প্রিন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে