বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দশমিনায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

রাবেয়া আক্তার রাত্রি, দশমিনা (পটুয়াখালী)
  ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দশমিনায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

পটুয়াখালীর দশমিনায় প্রাথমিক শিক্ষায় শূন্য পদের ছড়াছড়ি আর ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রাণ হারানোর ভয়ে চরম আতঙ্কে আছেন শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীরা। জনবল সংকটে ব্যাহত হচ্ছে দাপ্তরকি কার্যক্রম।

জানা যায়, উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে প্রায় ৯০ জন প্রধান ও সহকারী শিক্ষকের পদ শূণ্য রয়েছে। এতে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন চাহিদা অনুযায়ী পাঠগ্রহণ থেকে। অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অফিসে একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উচ্চমান হিসাব রক্ষক, হিসাব রক্ষক ও কম্পিউটার অপারেটরের পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষকরা। অপরদিকে, গোপালদী নিজাবাদ সিংহের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ-পূর্ব রনগোপালদী, চর বাঁশবাড়িয়া, দক্ষিণ দাসপাড়া, বাঁশবাড়িয়া আকরাম খান ও পশ্চিম আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রাণ হারানোর শঙ্কায় আছেন শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীরা। এতে চরম ক্ষুব্ধ অভিভাবকরা।

গোপালদী নিজাবাদ সিংহের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার আসমা বলেন, 'বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থী এবং শিক্ষকরা চরম আতঙ্কে আছেন। কাচা মাটির সড়ক ও একতলা বিশিষ্ট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় বর্ষায় কাদা পানিতে একাকার হয়ে যায়। অতিদ্রম্নত বহুতল ভবন নির্মাণ জরুরি।'

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান বলেন, 'ইতোমধ্যে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা পাঠানো হয়েছে। দাপ্তরিক শূন্য পদ এবং শিক্ষক চাহিদার বিষয়ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে