কাতারে ওয়ার্ল্ড ম্যাথমেটিকসে উছাইওয়াং মার্মার রৌপ্য পদক অর্জন

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

লামা (বান্দরবান) প্রতিনিধি
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথমেটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র উছাইওয়াং মার্মা রৌপ্য পদক অর্জন করেছেন। গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর গণিতের আর্ন্তজাতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোয়ান্টাম কসমো স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন জানান, কাতারের রাজধানী দোয়ায় অনুষ্ঠিত গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস চ্যাম্পিয়নশিপের ১২তম আসরে বাংলাদেশ গণিত টিম অংশগ্রহণ করে। এ দলের একজন সদস্য হিসেবে কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র উছাইওয়াং মার্মা রৌপ্য পদক অর্জন করে। এর আগে জাতীয় পর্যায়ে গণিত প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুলের চার ছাত্র বিজয়ী হয়। সেখান থেকেই আন্তর্জাতিক আসরের জন্য চূড়ান্ত ভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা।