বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীর ও দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা, নির্যাতন, গুলি বর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সভায় বক্তব্যে রাখেন দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক আলম হোসেন, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এমএ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম মামুন, যুগান্তরের সাংবাদিক রাসেল মাহমুদ, আরটিভির সাংবাদিক এসএম রুবেল মাহমুদ, সংবাদের সাংবাদিক ইমদাদুল হক দুলাল, নিউজ ২৪ এর সাংবাদিক আলম হোসাইন, ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদার, মোহনা টেলিভিশনের সাত্তার আলী সোহেল, কালেরকণ্ঠের রাসেল আহমেদ, আড়াইহাজার প্রেস ক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দে, ডেমরা প্রেস ক্লাবের মাহবুব মনি, জিটিভির আশিকুর রহমান হান্নান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে