সোনাতলায় শত্রম্নতার জেরে ৩শ' চারাগাছ কাটার অভিযোগ

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় মধ্যরাতে বিভিন্ন জাতের তিনশ' চারাগাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তাফিজার রহমান বাদী হয়ে স্থানীয় থানায় ৯ জনের নামে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- কামালের পাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে সোলায়মান আলী, শাহ আলম খাজা, সাবু মিয়া, লাজু মিয়া, রানীরপাড়া গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম, বক্কেল খানের ছেলে সাবু মিয়া, মকবুল খানের ছেলে মিলন মিয়া, মৃত কোরবান আলী খানের ছেলে আব্দুস ছালেক, নামাজখালী গ্রামের নিবারন ঘোষের ছেলে নিত্য ঘোষ। সোনাতলা থানার ওসি মিলাদুননবী জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।