নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে 'আসুন সবাই মিলে পরিবেশ রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশগ্রহণ করি' প্রতিপাদ্যে বান্দরবানের থানচিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের থানচি বাজার ও আশপাশের স্কুল, কলেজ প্রাঙ্গণে এ অভিযান শুরু করা হয়। উপজেলা প্রেস ক্লাব, এনজিও সংস্থা বিএনকেএস এর আয়োজন করে।
উন্নয়ন সহযোগী ডিয়াকোনিয়া বাংলাদেশ, একশনএইড, বিএসআরএম, মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ভারপ্রাপ্ত রাকিব হাসান চৌধুরী।
এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো এনজিও সংস্থা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অভিযানে কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।