বেলকুচিতে চাল জব্দ ডিলারসহ আটক ২
প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পৃথক অভিযানে দুস্থদের জন্য বরাদ্দের প্রায় ১০ টন চাল জব্দ করা হয়েছে। অবৈধভাবে চাল বিক্রি ও মজুতের অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। গত সোমবার বিকালে উপজেলায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে আলাদা দুটি অভিযান চালিয়ে চাল জব্দ ও তাদের আটক করা হয় বলে জানান বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। তিনি জানান, চালগুলো ঘটনাস্থলে অবৈধভাবে মজুত করা হয়েছিল।
এ ঘটনায় রাজাপুর থেকে ডিলার কবিরুল ইসলাম ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া থেকে মজুতকারী সাইফুল ইসলামের ছেলে ফরিদুলকে আটক করে যৌথবাহিনী।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন বলেন, 'যৌথবাহিনী অভিযানে ১০ টন চাল জব্দ করে এবং ডিলার ও মজুতকারীদের আটক করে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'