নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গোপালগঞ্জে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান -যাযাদি
নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ দিবসটি পালন করে। এবারের প্রতিপাদ্য ছিল 'অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বির্নিমাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।' এ উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে সুশাসন চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এর পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবিরের সভাপতিত্বে পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুনুর রশিদ বক্তব্য রাখেন। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক রাজিব হোসেন। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোছাইন, পলস্নী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন। উপস্থিত ছিলেন সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান, সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার শফিউল আজিম, চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সভাপতি সেলিনা আকতার রওশন, সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন প্রমুখ। পরে ২০ জন প্রতিবন্ধীকে অর্থ অনুদান এবং ৩ জনকে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী মিলনায়তনে ডিসি কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে কারিতাস প্রকল্পের এনিমেটরস সারেং তজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, আইসিটি অফিসার সামিউল আলম শামীম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান প্রমুখ। ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় পাথর্শী ও কুলিয়া ইউনিয়নে প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ইসলামপুরের মোরাদাবাদে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, মেলান্দহ উপজেলার সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী দিলারা বেগম, ইমরান হোসেন, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, বিজনেস ডেভলপমেন্ট অফিসার আবিদ হাসান প্রমুখ। কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, উপজেলার তুমিলিয়া ও নাগরী ইউনিয়নে এ উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও তনিমা আফ্রাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া। এ সময় কারিতাসের ফরিদ আহম্মেদ খান, জয়ন্ত মজুমদার, শিপ্রা রোজারিও, রকি প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে ইউএনও সুইচিং মং মার্মার সভাপতিত্বে ও সাইট সেভার্সের জেলা সমন্বয়কারী মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুলস্নাহ আল মামুন, শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্রনাথ, পলস্নী বিদু্যতের ডিজিএম নিরাপদ দাস, গণউন্নয়ন কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক মো. শামসুজ্জোহা, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আব্দুল বারী খন্দকার, প্রতিবন্ধী সংগঠন এসপিএএস প্রতিনিধি আব্বাস আলী, আরইপিডি প্রতিনিধি মোতাহার হোসেন প্রমুখ।