গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে -যাযাদি
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সহযোগী সংস্থা গাজীপুর জেলায় বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কর্মরত ন্যাশনাল ফলোশিপ ফর অ্যাডভান্সমেন্ট দি অফ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ (এনএফএভিএইচ) এর উদ্যোগে টঙ্গীতে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
এনএফএভিএইচ'র নির্বাহী পরিচালক সেলিনা আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর সাসটেন্যবল হিউম্যান রিসোর্স অ্যান্ড রুরাল ইকনমি (দিশারী) নির্বাহী পরিচালক মতিউর রহমান, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ডলেস অ্যান্ড পুওর (আলাপ) প্রতিনিধি খাদিজা বেগম, ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নিবাহী পরিচালক আব্দুল আলীম, কর্মসূচি সমন্বয়কারী আনোয়ার হোসেন, পলস্নী বন্ধন কেন্দ্র নির্বাহী পরিচালক মজিবুর রহমান, সুপারভাইজার দেলোয়ার হোসেন, ভাঙ্গাহাটি বহুমুখী উন্নয়ন সংস্থা (বাবুস) নির্বাহী পরিচালক গাজী মো. সালাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সারা বাংলাদেশে দারিদ্র্যতা বিমোচনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এনএফএভিএইচ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিএনএফ সহযোগিতায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে গাজীপুর দ্বাদশ পর্যায় পর্যাপ্ত যে কর্মসূচি বাস্তবায়ন করছে তা সত্যিই প্রশংসনীয়। কর্মসূচি বাস্তবায়নের ফলে বিরাট সংখ্যক প্রতিবন্ধী মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে। এ ধরনের মহতি কর্মসূচির জন্য সবার পক্ষ থেকে তারা বিএনএফ ও এনএফএভিএইচ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা আশাবাদী যে, চলমান কার্যধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন এনএফএভিএইচ নির্বাহী পরিচালক সেলিনা আলম। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দারিদ্র্য ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৬৪ জেলায় ১২শ'র অধিক সহযোগী সংস্থার মাধ্যমে দারিদ্র্যতা বিমোচনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসার দাবিদার। সেলিনা আলম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসের সফলতা কামনা করেন এবং বিএনএফ'র সব কর্মকর্তা-কর্মচারীকে এ ধরনের মহতী কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য সবার মাধ্যমে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।