সাত জেলায় আরও আটক ১২

চাঁদপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কিশোর অটোচালক হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, সুনামগঞ্জে দোয়ারাবাজার, ময়মনসিংহের গৌরীপুর, কক্সবাজারের ঈদগাঁও এবং বগুড়ার আদমদীঘি থেকে ১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খরা বাহিনী। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কিশোর অটোচালক মহিন মিয়াজী (১৭) হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার অভিযান চালিয়ে আসামি জসিম ও ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে। আসামিরা হলো- মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মো. রাব্বি (২৬), মো. জসিম (২৬) ও মো. ইসমাইল হোসেন (৪৪)। মঙ্গলবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। স্টাফ রিপোর্টার টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের সখীপুরে বনভূমি দখল ও গাছ কাটার দায়েরকৃত মামলায় জামায়াত নেতা মুনরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সখীপুর থানার সামনে দিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ গ্রেপ্তার করে। মনিরুজ্জামান মনির উপজেলার নলুয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেন খানের ছেলে এবং উপ জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭২ হাজার ৫শ' টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোর রাতে উপজেলার ভূইশ্বর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- রুবেল মিয়া (৩০) ভূইশ্বর গ্রামের নাসির উদ্দিনের ছেলে এবং ইমন মিয়া (২৩) একই উপজেলার অরুয়াইল গ্রামের আলী হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। পাবনা প্রতিনিধি জানান, পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- সদর উপজেলার হেমায়েতপুরের ভবানীপুর গ্রামের ইউনুছ বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (২৭), আটঘরিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার মৃত সুলতান সরকারের ছেলে ইউসুফ আলী (২৬) এবং সদর উপজেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও গয়েশপুর ইউনিয়নের সালাইপুর মৃধাপাড়ার এলাকার শাহিনুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৬)। বুধবার দুপুরে জেলা ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে আঙ্গুর মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হলো উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ইরফান আলীর ছেলে মো. আঙ্গুর মিয়া (৩৮)। তার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে যৌথ অভিযানে মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫৪) এর বাড়িতে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়। আটক হলো ত্রিশঘর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মো. আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজার শহরতলীর খুরুস্কুল এলাকায় সিএনজি অটোরিকশা তলস্নাশি করে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ দুজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান চালায়। গ্রেপ্তার হলো- কক্সবাজার শহরতলীর ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লিংকরোড মুহুরী পাড়ার বজল কবিরের ছেলে আবদুর রহিম ওরফে ইলিয়াস (৩৮) ও একই ওয়ার্ডের দক্ষিণ মুহুরী পাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ওসমান (৫৪)। এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এসপি মুহাম্মদ রহমত উলস্নাহ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, আদমদীঘির সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারনুর রশিদ (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে শিববাটী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হারুনুর রশিদ আদমদীঘি উপজেলার তিলছ সোনারপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে ও কুন্দগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।