আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হাবিপ্রবির শিক্ষার্থীরা -যাযাদি
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা, (হাবিপ্রবি) শিক্ষার্থীরা ও (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- ইবি প্রতিনিধি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা গত সোমবার রাত সাড়ে ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান ও তানভীর মন্ডলসহ অন্য সহ-সমন্বয়করা এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হাবিপ্রবি প্রতিনিধি জানান, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা গত সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিতরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'আপনারা জানেন ভারতের আগরতলায় আমাদের দেশের হাইকমিশনারের কার্যালয়ে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে। আমরা হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সম্প্রীতির চাদরে মুড়িয়ে বসবাস করছে।' এ সময় শিবিরের বিশ্ববিদ্যালয় সেক্রেটারি শেখ রিয়াদ বলেন, 'আজকের এই পস্নাটফর্ম কোনো সংগঠনের একা নয়। এই পস্নাটফর্ম সাধারণ শিক্ষার্থীসহ শিবির, ছাত্রদলসহ সব রাজনৈতিক দলের। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের মাতৃভূমির প্রশ্নে আমরা সবাই এক।' রাবি প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা গত সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা মাজার চত্বরে এসে শেষ হয় মিছিলটি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, 'বাংলাদেশের দূতাবাসে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে আমার তার তীব্র নিন্দা জানাই।' বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বী মো. ফাহিম রেজা বলেন, 'ভারত রাষ্ট্রের কিছু মদদপুষ্ট সন্ত্রাসী আমাদের দূতাবাসে হামলা করেছে, আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট বলে দিতে চাই তাদের যে আগ্রাসী মনোভাব সেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না।'