গাজীপুরে আদালত চত্বরে ২০০৫ সালে জঙ্গি বোমা হামলায় নিহত আইনজীবীদের স্মরণে শোকর্ যালি ও দোয়া মাহফিলে উপস্থিত অতিথিরা -যাযাদি
গাজীপুর আইনজীবী সমিতির আয়োজনে আদালত চত্বরে ২০০৫ সালে জঙ্গী বোমা হামলায় নিহত আইনজীবীদের স্মরণে শোর্কযালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার গাজীপুর আদালত চত্বরে গাজীপুর আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা আক্তার জাহান বিথীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীমা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ (নারী ও শিশু) এ.কিউ.এম নাছির উদ্দীন ও জেলা ও দায়রাজজ (শ্রম আদালত) বেগম মাকসুদা খানম। সম্মানিত অতিথি ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান খান, গাজীপুর মেট্রো পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক, গাজীপুর জেলা প্রশাসক বেগম নাফিসা আরেফীন প্রমুখ।
২০০৫ সালে ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর বোমা হামলায় নিহত আইনজীবী অ্যাডভোকেট আমজাদ হোসেন, আনোয়ারুল আজিম, গোলাম ফারুক অভি, নুরুল হুদা এবং সেবাপ্রার্থীসহ ১০ জন শহীদ হন। আহত হন প্রায় শতাধিক ব্যক্তি। এদের সবার আত্মার মাগফেরাত কামনা করেন বক্তারা।