বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় নওগাঁয় ৩ জনসহ তিন জেলায় ৫ জনের প্রাণহানি

স্বদেশ ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সড়ক দুর্ঘটনায় নওগাঁয় ৩ জনসহ তিন জেলায় ৫ জনের প্রাণহানি
সড়ক দুর্ঘটনায় নওগাঁয় ৩ জনসহ তিন জেলায় ৫ জনের প্রাণহানি

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে শুধু নওগাঁতেই চালক-সহকারীসহ তিনজনের প্রাণহানি হয়। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষার্থী ও চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যক্তি নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কে খড়বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মহাদেবপুর উপজেলার রাণীপুকুর এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে ট্রাক চালকের নাম পরিচয় পাওয়া গেলেও হেলাপারের (সহকারী) নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত ট্রাক চালকের নাম সুমন মিয়া (৪০)। তিনি গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রামের সামছুল আলমের ছেলে। এদিকে নওগাঁ সদর উপজেলার আব্দুল জলিল শিশু পার্ক এলাকায় পিকআপের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আবুল কাশেম নওগাঁ সদর উপজেলার শৈলগাছী গ্রামের মৃত কুদরত আলীর ছেলে।

পুলিশ উপ-পরিদর্শক আকবর হোসেন জানান, খড়বোঝাই একটি ট্রাক গাইবান্ধা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রাণীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেয়। পরে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপার নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক আবু তাহের বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শহরের আব্দুল জলিল শিশুপার্ক এলাকায় পলস্নী বিদু্যৎ সমিতি কার্যালয়ের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে পিকআপের ধাক্কায় আবুল কাশেম নিহত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি ধাক্কায় ফারহানা সরকার নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের কালিতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মো. শহিদ্রম্ন রহমান।

নিহত ওই শিক্ষার্থী সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে ও ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অষ্টম শ্রেণির পরীক্ষা দিয়ে অটোরিকশা করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয়।

আহতরা হলেন- জেলার সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অপরদিক ঠাকুরগাঁও রোড থেকে আসা অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ওই শিক্ষার্থী মারা যায়। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম মিয়া নামের এক বাঁশ ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। সোমবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বারৈয়ারহাট এলাকার ব্রাহ্মণ রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম মিয়া (৫০) সুন্দরপুর ইউপির ৮নং ওয়ার্ডের একখুলিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি নাজিরহাট বাজারে বাঁশের ব্যবসা করতেন।

জানা যায়, রাস্তার পাশে একটি পাথর বোঝাই ট্রাক অন্ধকারে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে একটি মোটর সাইকেল এসে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। পরে পথচারীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় আহত ব্যক্তিটির মাথায় কাপড় মোড়ানো অবস্থায় রাস্তায় পড়ে আছে। মোটর সাইকেলটির সামনের অংশ ট্রাকটির পেছনের চাকার ভেতর ঢুকে আছে। পথচরীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দিন ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃতু্য হয়েছে। গাড়িগুলো জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে