বগুড়ার আদমদীঘিতে মাদকসেবনের দায়ে চারজনকে জেল ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দিয়ে বাজেয়াপ্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘিতে মাদকসেবনের দায়ে চারজনকে জেল-জরিমানা আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় পলাশ সরদার ও বিপস্নব হোসেনকে ছয় মাস করে বিনাশ্রম কারদন্ড ও ৫০ টাকা জরিমানা এবং শিবলুকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। দন্ডপ্রাপ্তরা হলো- নওগাঁ সদর উপজেলার বাড়িয়া এলাকার জসিম সরদারের ছেলে পলাশ সরদার (২৮), একই উপজেলার হাট তিলকপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শিবলু (৩০), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির হারদাম গ্রামের বাবুর স্ত্রী অহেদা বেগম (৫০) ও বাগবাড়ি গ্রামের শহিদুল মন্ডলের ছেলে বিপস্নব মন্ডল (৩০)।
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 'মেসার্স জিসান ব্রিকস্?' নামে একটি অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন মেসার্স জিসান ব্রিকস্? নামক ইটভাটায় অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়ে দেওয়া হয় ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বস্নম্নয়ার মেশিন (হাওয়া মেশিন) নিষ্ক্রিয় করে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন- সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাকিবুল হাসান ও ফায়ার সার্ভিসের সদস্যরা।