সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় বাগমারা বি. এস স্কুল অ্যান্ড কলেজে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপপরিচালক (ভারপ্রাপ্ত) ড. শারমিন ফেরদৌস চৌধুরী। উপপরিচালকের প্রেরিত পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়ে গত ২৪ অক্টোবর পত্র দেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসারকে।
এক মাস পেরিয়ে গেলেও অনিয়মের তদন্ত কার্যক্রম এখনো কোনো আলোর মুখ দেখেনি। ভুক্তভোগীর অভিযোগ তদন্ত না করেই পক্ষপাতিত্ব করে প্রতিবেদন প্রেরণের চেষ্টা করা হচ্ছে। বাগমারা বি. এস স্কুল অ্যান্ড কলেজের চাকরি প্রার্থী অভিযোগকারী নাঈমা পারভীন গণমাধ্যমকর্মীদের জানান, আমি একজন যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করি। আমার আবেদনপত্রটি কলেজ কর্তৃপক্ষ যাচাই বাছাই করে গ্রহণ করেন।
সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. রেজাউল করিম জানান, আমার অফিসের একজন শিক্ষা পরিদর্শক রবিউল হাসানকে তদন্তভার দেওয়া হয়েছে। খুব শিগগিরই তদন্ত কার্যক্রম শেষ করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হবে।