বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

জুলাই বিপস্নবে শহীদ ও আহত পরিবারের মূল্যায়ন জরুরি : ঢাবি উপাচার্য

বেরোবি প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জুলাই বিপস্নবে শহীদ ও আহত পরিবারের মূল্যায়ন জরুরি : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, 'জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভু্যত্থানের আন্দোলন স্বল্প সময়ে বড় ধরনের পরিবর্তন এনেছে। শহীদ ও আহত পরিবারের মূল্যায়ন জরুরি।'

গত বোরবার বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক মাঠে জুলাই বিপস্নবে শহীদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরও বলেন, 'রাষ্ট্র সংস্কার যেমন জরুরি, তেমনিভাবে এ বিপস্নবে যারা শহীদ হয়েছেন বা আহত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোও উচিত।'

তিনি আরও বলেন, 'ঢাবি এবং বেরোবি এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অভিজ্ঞতা আদান-প্রদানে আগামী দিনে শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে বলে প্রত্যাশা রাখি।'

এ সময় বক্তব্য রাখেন ঢাবির শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক ড. আব্দুলস্নাহ্‌-আল-মামুন। সভায় সভাপতির বক্তব্যে রাখেন বেরোবি ভিসি প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন।

জুলাই বিপস্নবে শহীদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় আয়োজক কমিটির আহ্বায়ক ও বেরোবি ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামাণিক, শহীদ আবু সাঈদ, শহীদ আব্দুলস্নাহ আল তাহের, শহীদ সাজ্জাদ হোসেন, শহীদ মোসলেম উদ্দিন, শহীদ মেরাজুল ইসলাম, শহীদ মানিক মিয়ার স্বজনসহ আহত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে