বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

২ জেলায় ভ্রাম্যমাণ আদালতে ১০ লাখ টাকা জরিমানা

স্বদেশ ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
২ জেলায় ভ্রাম্যমাণ আদালতে ১০ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার মিরপুরে চার ইটভাটা মালিকের ছয় লাখ টাকা জরিমানা এবং নওগাঁর ধামইরহাটে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ঝটিকা অভিযানে চোরাকারবারিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় চার ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ইটভাটা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চারুলিয়া ও আমকাঠালিয়া এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চার ইটভাটা মালিককে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়। এর আগে এএসএম ইটভাটা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক হাবিবুল বাসার জানান, কুষ্টিয়া জেলায় ১৭০টি ইটভাটা রয়েছে। যার মধ্যে ১৫ ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান রাখা হবে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে বালু চোরাকারবারির চার লাখ টাকা জরিমানা করেছেন ইউএনও মোস্তাফিজুর রহমান। গত রোববার বিকালে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে কয়েকজন চালককে ও জব্দকৃত ট্রাক্টরগুলো আটক দেখতে পান। পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দিয়ে গাড়িগুলো জিম্মায় নিতে রাজি হইলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার লাখ টাকা জরিমানা করেন ইউএনও ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। এ সময় ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, এস আই মো. ফারুক হোসেন, বিএনপি নেতা মো. হানজালা, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক, এম কে চৌধুরী জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন। আত্রাই নদীর সেতুর নিচে আবারও কেউ বালু উত্তোলন করলে তাকে কারাবাস করতে হবে বলেও হুঁশিয়ারি দেন ইউএনও মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে