জামালপুরের বকশীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন নেহাল মিয়া নামে এক ব্যবসায়ী।
সোমবার সকাল ১০টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর সিংগের চর গ্রামে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সংবাদ সম্মেলন করেন সার ও কীটনাশক ব্যবসায়ী নেহাল।
সংবাদ সম্মেলনে নেহাল মিয়া জানান, বকশীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি উসমান সরকার গত শুক্রবার আমার দোকানে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে নাশকতা মামলায় তাকে এবং তার ছেলেকে ফাঁসানোর হুমকি প্রদান করেন। ঘটনার প্রতিবাদে বিএনপি নেতা উসমান সরকারের শাস্তি দাবি করেন এবং নিজের নিরাপত্তা চেয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয়দের মধ্যে আবদুস ছালাম, আলতাব হোসেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, ১ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়াসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।