নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে। গত রোববার উপজেলা পরিষদ চত্বরে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
জেলা প্রশাসনের নির্দেশনায় ওএমএসের খাদ্যবান্ধব ডিলারদের পরিচালনায় ন্যায্য মূল্যের দোকানটিতে বর্তমানে একজন ক্রেতা ১১০ টাকায় ২ কেজি আলু, ১৩০ টাকায় ২ কেজি পেঁয়াজ ও ৯০ টাকায় ২ হালি ডিম ক্রয় করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. হানজালা, এম এ ওয়াদুদ, যুবদল নেতা রুবেল হোসেন রতন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্যসচিব প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহ্বায়ক মাসুদ সরকার, সাংবাদিক আব্দুল আজিজ মন্ডল, এম এ মালেক, রেজুয়ান আলম, শহিদুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, 'উপজেলার সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে ক্রয় করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।'