বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

স্বদেশ ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নীলফামার, গোপালগঞ্জ ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দশজন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীর কিশোরগঞ্জে এডিসির গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী মুয়াজ্জিন নাজমুল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার সকালে রংপুর-ডালিয়া সড়কের বড়ভিটা পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল উত্তর বড়ভিটা দলবাড়ি গ্রামের মৃত. জমসের আলীর ছেলে ও বাজেডুমরিয়া পূর্বপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন বলে জানা গেছে। কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দশজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানার এসআই মো. রোমান মোলস্না ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫৫) ও যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে মা এন্টারপ্রাইসের একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। লোকাল বাস সামনে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়। আহতদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় ছবেদ আলী (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছবেদ আলী উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে