বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ে নিহত

তালতলীতে স্ত্রীর গলায় ফাঁস শ্রীপুরে চাকরি খুঁজতে এসে হলেন লাশ
স্বদেশ ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সান্তাহারে ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ে নিহত

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এদিকে, রগুনার তালতলীতে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর মৃতু্য হয়েছে। অন্যদিকে, গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় রাহিমা খাতুন নামের এক নারীর মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, রেললাইন পারাপারের সময় আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে কোরবান আলী (৩০) ও তার মেয়ে কোহেলী (১০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় সান্তাহার রেলওয়ে থানা এলাকার চক ব্রিজের কাছে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। তারা নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত রোববার বিকাল ৫টার দিকে উপজেলার নিশান বাড়িয়ার ইউনিয়নের মরানিদ্রা গ্রাম এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার একই গ্রামের রাকিব মুসলিস্নর স্ত্রী ও পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের আবুল কালাম চৌকিদারের মেয়ে। জানা যায়, তারা ভালোবেসে ছয় মাস আগে বিয়ে করেন। রোববার দুপুরে পুকুরঘাটে পর্দা লাগানো নিয়ে রাকিব ও সুমাইয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরান আলম জানান, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় রাহিমা খাতুন নামের এক নারীর মৃতু্য হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে মহাসড়কের গিলাবেড়াইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহিমা খাতুন (৩০) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে। তিনি শ্রীপুরের মাওনা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত এক সপ্তাহ আগে চাকরির খোঁজে শ্রীপুরে আসেন রাহিমা। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে