বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

৩১ দফা একটি রাষ্ট্র সুন্দর ও সুচারুরূপে পরিচালনার রূপরেখা -শেখ মহিউদ্দিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
৩১ দফা একটি রাষ্ট্র সুন্দর ও সুচারুরূপে পরিচালনার রূপরেখা -শেখ মহিউদ্দিন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেছেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা একটি রাষ্ট্র সুন্দর ও সুচারুরূপে পরিচালনার রূপরেখা।'

গত রোববার সন্ধ্যায় কাঞ্চনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কাঞ্চনা ফুলতলস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নূর সিকদার ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নওয়াব মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন আবদুলস্নাহ, সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু, সাবেক কাউন্সিলর আবু তাহের বিএসসি, অ্যাডভোকেট, দেলোয়ার হোসেন, অধ্যাপক রমজান আলী, অ্যাডভোকেট, হাফিজুল ইসলাম মানিক, মিজানুর রহমান, নুরুল আবছার সওদাগর, মাহমুদুর রহমান মান্না, মো. আবছার, হাসান আলীসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে