মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খান চাঁনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির অঙ্গ সংগঠন জেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহাগ। গত রোববার বিকালে ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন সোহাগ।
লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহাগের বিরুদ্ধে মানববন্ধনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সম্পৃক্ততা নিয়ে এক মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেন।
মুঠোফোনে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম খান (চাঁন) জানান, আমি এখনো লিগ্যাল নোটিশ পাইনি। নোটিশ পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। পরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে ওরা জড়িত নয় বলেও জানান তিনি।
জেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহাগ বলেন, 'তিনি (চাঁন) ৭২ ঘণ্টার মধ্যে মিথ্যা বানোয়াট বক্তব্য লিখিত আকারে প্রত্যাহার করে জনসম্মুখে প্রকাশ না করলে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার সেটা নেব।'