বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মান্দায় উন্নয়নমূলক কাজ পরিদর্শন ইউএনও'র

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মান্দায় উন্নয়নমূলক কাজ পরিদর্শন ইউএনও'র

নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্‌ আলম মিয়া।

সোমবার সকাল ১১টার দিকে এসব উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় ৫নং গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাবুল) চৌধুরী, মৈনম-গনেশপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম এনামূল হক, ইউপি সচিব রফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল আলীম, শাহাদত হোসেন, আস্তান আলী মোলস্না, বিমল কুমার এবং কামরুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাবুল) চৌধুরী বলেন, 'আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রাস্তা, কালভার্ট তৈরিসহ হাটবাজারের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সতীহাট বাজারে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ নিরসনে উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এ আরসিসি ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে।'

আগামীতেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান এই ইউপি চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে