বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আনোয়ারা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের আনোয়ারা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার সকাল ১০টায় আনোয়ারা উপজেলা অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার হাবিব উলস্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও এন এ সি গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাবেদ আবচার চৌধুরী।

প্রকৌশলী ওমর ফারুকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার প্রকৌশলী জয়নাল আবেদীন।

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ছলিম আল আনোয়ার ও রিয়াজুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়া ইঞ্জিনিয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, আইডিইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আবদুলস্নাহ টিটু, ইঞ্জিনিয়ার শওকত আলী জুয়েল, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রুমী, ইঞ্জিনিয়ার আনোয়ারুল আজিম শান্ত, ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ এবং বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী মিলন মেলায় পরিণত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'আনোয়ারা এমন একটি সংগঠনের জন্ম আনোয়ারার জন্য এবং আনোয়ারার ইঞ্জিনিয়ারদের জন্য এক বিরাট অর্জন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে