বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
চাঁদপুরে দুই দফা দাবিতে স্মারকলিপি প্রদান দর্শনায় আন্তঃনগর, লোকাল ট্রেন চালুর দাবি

তিন জেলায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তিন জেলায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) -যাযাদি

নড়াইল, নাটোর ও সিরাজগঞ্জে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সবজি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। অন্যদিকে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে মাওলানা সা'দ পন্থী তাবলিগ জামাত। এছাড়াও দর্শনায় খুলনা-দর্শনা ডাবল লাইন স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার নড়াইল জানান, নড়াইলে সোমবার বেলা ১১টায় নড়াইল আদালত সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নড়াইল জেলা শাখা ক্যাব'র সভাপতি ম.ম. শফিউর রহমান শফিউলস্নাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্পাদক কাজী হাফিজুর রহমান।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে সোমবার শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন কনজুমার্স (ক্যাব) জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নীলা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন সরকার, সহ-সভাপতি খালিদ বিন জালাল বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খগেন রায়, প্রচার সম্পাদক এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান, প্রবীণ সাংবাদিক রনেন রায়সহ ক্যাব নেতারা।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে সোমবার বেলা ১১টায় সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা প্রেস ক্লাব মোড়ে মানববন্ধনে ক্যাব'র সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় এনজিও ইডিপির নির্বাহী পরিচালক আবু জাফর খান, পি.ডাবিস্নউ.ডির নির্বাহী পরিচালক হুসনেয়ারা জলি, প্রোগ্রাম ম্যানেজার আবুল ফতেহ, স্বর্ণলতা মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শাহানা পারভীন, সাংবাদিক আহসান হাবিব মুন্না প্রমুখ।

চাঁদপুর প্রতিনিধি জানান, দুই দফা দাবিতে চাঁদপুরে মাওলানা সা'দ পন্থী তাবলিগ জামাতের স্মারকলিপি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। চাঁদপুর জেলা তাবলিগ জামাতের আমির মাওলানা আবদুর রশিদের নেতৃত্বে হাজারো সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেয়।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, দর্শনা আন্তর্জাতিক স্টেশন থেকে দুটি আন্তঃনগর ও দুটি সাবেক লোকাল যাত্রীবাহী ট্রেনের বরাদ্দসহ হল স্টেশনে চিত্রা ডাউন, সুন্দরবন আপসহ ট্রেনর যাত্রা বিরতি এবং খুলনা-দর্শনা ডাবল লাইন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে। সোমবার বেলা ১১টায় দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন চত্বরে দর্শনার জন্য আমরা ও দর্শনা প্রেস ক্লাবের আয়োজনে অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমরেড শহিদুল ইসলাম, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিলস্নাল হোসেন, জাহাঙ্গীর আলম, ফজলুর রহমান, আনোয়ার ইসলাম বাবু,, দর্শনা গণউন্নয়ন গ্রন্থগারের পরিচালক আবু সুফিয়ান, দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ওসমান, দর্শনা পৌর জামায়াতের আমির সাইফুল ইসলাম অপুসহ অন্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে