বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চার জেলায় 'ভুয়া' পুলিশসহ আটক ১০ জন

স্বদেশ ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চার জেলায় 'ভুয়া' পুলিশসহ আটক ১০ জন
চার জেলায় 'ভুয়া' পুলিশসহ আটক ১০ জন

বিভিন্ন অপরাধে সুনামগঞ্জ, কুড়িগ্রামের চিলমারী, ফরিদপুরের মধুখালী ও বগুড়ার আদমদীঘি থেকে ১০ জনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ জানান, সুনামগঞ্জে ভুয়া পুলিশ সাজা এক ব্যক্তি ও তার এক সহযোগীকে আটক করেছে বিজিবি। সোমবার ভোর ৫টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত থেকে ভুয়া পুলিশ মো. বাকির হোসেনকে (২৮) আটক করা হয়। বারেক তাহিরপুর উপজেলার মোকসেদপুর গ্রামের মো. আবু চাঁন মিয়ার ছেলে।

এ সময় তার সহযোগী মোটরসাইকেল চালক মো. তাবারত হোসেনকেও (৩০) আটক করা হয়। তিনি একই উপজেলার দক্ষিণ গোড়িলা গ্রামের মো. আ. মালেকের ছেলে।

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে কারেন্ট শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ মাঝিকে আটক করেছে চিলমারী নৌবন্দর থানা পুলিশ। এ সময় ২টি কারেন্ট শক মেশিন জব্দ করা হয়। আটক হলো- চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী জগত চন্দ্র দাশের ছেলে শ্রী মিলন চন্দ্র দাশ (৪১) ও নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার ফুল মিয়ার ছেলে মিলন মিয়া (৩৫), ওই ইউনিয়নের শিমুলতলি বাঁধ এলাকার ফুল মিয়ার ছেলে আবু বকর সিদ্দিক (২৪) ও ফকিরেরভিটা এলাকার আবুল হোসেনের ছেলে সাদ্দাম (৩০)সহ ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলেপাড়া এলাকার শ্রী রতন চন্দ্র বিশ্বাসের ছেলে শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)। সোমবার সকালে আটক মাঝিদের চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছে নৌবন্দর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী নৌবন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটককৃত ছয় মাঝির বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালীতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিন খন্দকার (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টা ৩০ মিনিটে মধুখালী রেলগেট এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের জননী সুইটস'র সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার পূর্ব গাড়াখোলা গ্রামের মৃত মোতালেব খন্দকারের ছেলে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, মৃত পুলিশ বাহিনীর সদস্যের পরিবারকে পেনশনের টাকা দেওয়া হবে এমন বিষয়ে ভুয়া তদন্ত করতে এসে কাশেম আলী (২৫) নামের এক ভুয়া সেনাসদস্যকে জনতা আটক করে সেনাবাহিনী ও পুলিশে সোর্পদ করেছেন। গত রোববার রাত ৮টায় আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ভুয়া সেনাসদস্য পরিচয়দানকারী কাশেম আলী সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলার পশ্চিম ভাগ তেরাগুলি গ্রামে মৃত মিদ্দির আলীর ছেলে। এ ঘটনায় আদমদীঘির পুশিন্দা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ফারুক আহমেদ বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে