মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

'ফিজিক্স এডুকেশন ইন দি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল' শীর্ষক সেমিনার

  ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
'ফিজিক্স এডুকেশন ইন দি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল' শীর্ষক সেমিনার
'ফিজিক্স এডুকেশন ইন দি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল' শীর্ষক সেমিনার

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত 'মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পদার্থবিদ্যা শিক্ষা' শীর্ষক সেমিনারের উদ্বোধনী সেশন ৩০ নভেম্বর পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. শৌকত আকবর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

'বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ কে এম আখতার হোসাইন স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারের উদ্বোধনী সেশন শুরু করেন। পরে সোসাইটির প্রেসিডেন্ট ড. মো. শৌকত আকবর সভাপতির বক্তব্য উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে, এ ক্ষেত্রে শিক্ষক, গবেষক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা হবে। এছাড়া বিদেশে অবস্থানরত অবসরপ্রাপ্ত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের দেশের উন্নয়নে কাজে লাগানোর কার্যক্রম হাতে নিয়েছেন বলেও উলেস্নখ করেন।

অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সেমিনারে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে