মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুনকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের এক হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে ঢাকার বালুরঘাট এলাকা থেকে পলস্নবী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান।

নবম সংসদে কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা মিলে গঠিত সংরক্ষিত মহিলা আসন ৩৩-এর সংসদ সদস্য ছিলেন সাফিয়া খাতুন। মহিলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতির বয়স ৭০ বছর।

পলস্নবী থানা পুলিশ জানায়, গত ১৯ জুলাই পলস্নবী থানার মিরপুর-১০ সেকশনে আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাস্তা পার হতে গিয়ে গুলিতে আহত হন আকরাম খান রাব্বী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় রাব্বীর বাবা ফারুক খানের অভিযোগের ভিত্তিতে ২৫ আগস্ট পলস্নবী থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলাতেই সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান জানান।

এর আগে পলস্নবী থানা শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেন, আওয়ামী লীগ কর্মী শাহিদ, ফারুক ও জলিল বেপারীকে এ হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে