স্মরণসভা
ম ফেনী প্রতিনিধি
জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ফেনী শিল্পকলা একাডেমিতে স্মরণসভার আয়োজন করে জেলা প্রশাসন। নিহতদের পরিবারের সদস্য ও আহতদের বিভিন্ন দাবির কথা শুনে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম দ্রম্নত ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে সকল দাবি পূরণ ও চিকিৎসার দেওয়ার ব্যাপারে আশ্বাস দেন তিনি। জেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী-পুলিশ-আনাসারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিভিল সার্জন, বিভিন্ন দপ্তর প্রধান, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকরা।
স্মরণসভা অনুষ্ঠিত
ম পটুয়াখালী প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিভিল সার্জন কবির হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। আরও চিলেন পটুয়াখালী সেনা ক্যাম্পের মেজর ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মাদ মাঈনুল হাসান, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, গণঅধিকার পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম লিটু, জেলা জামায়াতের নায়েবে আমির মোশারেফ হোসেন।
কার্যনির্বাহী সভা
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার বণিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার এই সভায় সভাপতিত্ব করেন নবনির্বািচত নির্বাহী পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টামন্ডলীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী মজনু, উপদেষ্টা সদস্য বাদশা মোলস্না, উপদেষ্টা সদস্য মেজবাহুর রহমান, উপদেষ্টা সদস্য, প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সাত্তার মিয়া, উপদেষ্টা সদস্য আবু সাঈদ। এছাড়াও নবনির্বাচিত কমিটির সকল সদস্য এবং বাজারের সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু।
শোকসভা
ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
মুক্তাগাছা প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য, দৈনিক নয়া দিগন্তের মুক্তাগাছা সংবাদদাতা ও লেখক মুর্শেদ আলম খান লিটনের মৃতু্যতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেস ক্লাব সভাপতি এফপ্রএ সালামের সভাপতিত্বে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, মরহুম সাংবাদিক মুর্শেদ আলম খান লিটনের ভাই শফিকুল আলম খান, মঞ্জুরুল আলম খান, পুত্র শাকিল মাহমুদ খান শান্ত।
সংবর্ধনা
ম নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল সদর বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত সভাপতি ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুর রহমান খান রুবেল, মোহাম্মদ শামিম চৌধুরী ও লুৎফর রহমান প্রমুখ।
ফুটবল টুর্নামেন্ট
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি একাদশকে হারিয়ে এসএফসি শ্যামপুর ফুটবল একাদশ বিজয়ী হয়। শনিবার বিকালে পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ, গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য লিংকন।
বৃত্তি পরীক্ষা
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন (বিকেডিএ) এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপস্থিত ছিলেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উলস্নাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ন ম মোফাখ্খারুল ইসলাম, রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিক, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উলস্নাহ কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, বিকেডিএ'র ময়মনসিংহ বিভাগীয় পরিচালক কামাল পাশা, বিকেডিএ'র বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম সোহেল, সানরাইজ এডুকেয়ার একাডেমির অধ্যক্ষ বিএম পাপুল হোসেন, মাহবুব মেহেরুন বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রিক্তা সাহাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়
\হস্টাফ রিপোর্টার, রাজবাড়ী
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, সংগঠনের রাজবাড়ী শাখার উপদেষ্টা ফেরদৌসি সুলতানা মায়া, অ্যাডভোকেট নাজমা সুলতানা, সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, শিক্ষক ধীরেন্দ্র নাথ দাস, অরুণ কান্তি সরকার, অ্যাডভোকেট মাহবুব রহমান প্রমুখ।
বীজ বিতরণ
\হচন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো ধান, উফশি বীজ, রাসায়নিক সার ও হাইব্রিড বীজ বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার ইউএনও রাজিব হোসেনের সভাপতিতে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেন, উপজেলা সহকারী কৃষি অফিসার ইশতিয়াক আহমেদ আরিফ, উপ-সহকারী কর্মকর্তা মানেস দে, রুপায়ণ চৌধুরী প্রমুখ। এ ছাড়াও উপজেলা কৃষি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের কৃষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে কুমিলস্নার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে বিপস্নব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রধান অতিথি উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। মুন্সিরহাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাখাওয়াত হোসেন শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাফর আহমেদ, নায়েবে আমির হাফেজ বদিউল আলম, মুন্সিরহাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ও কুমিলস্না বারের আইনজীবী সাঈদ হোসেন।
স্মরণসভা
ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতিত্ব করেন- ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম। বক্তব্য রাখেন- এসিল্যান্ড নিশাত ফারাবী, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল গাফ্ফার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান এবং গণমাধ্যমকর্মীরা। আহত ও শহীদদের জন্য দোয়ার মাধ্যমে সভা শেষ করা হয়।
বিতরণ
ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট) কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার ইউএনও ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- নরসিংদী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কেলিমুলস্নাহ প্রমুখ। ২০০৭ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত উপজেলার ৯টি ইউনিয়নের নাগরিকদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংবর্ধনা
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছয়জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজর সারজিনা আক্তার। কলেজের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- পরিচালনা পরিষদের বিদু্যৎসাহী সদস্য নাসির উদ্দিন মাসুম ও অধ্যক্ষ মোহাম্মদ রুমেন প্রমুখ।
চিকিৎসাসেবা
ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় বিনামূল্যে চক্ষুসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। রোববার পেড়লি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই সেবা প্রদান করা হয়। খুলনা বিএনএসবি চক্ষু হসপিটালের মেডিকেল টিমের সদস্য ডা. সেলিনা আক্তার, ডা. অয়ন সেন ও ডা. আসিফ হাসান, টিমের সমন্বয়ক মিজানুর রহমান, অস্ট্রেলিয়ার দ্য ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুর রহমানসহ খড়রিয়া সোসাইটির পরিচালক ও উপদেষ্টামন্ডলী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। দৃষ্টি স্বল্পতাজনিত রোগ ও চোখের অন্যান্য সমস্যার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে ৫০০ রোগীকে বিনামূল্যে ওষুধ ও ২০০ রোগীকে পাওয়ারযুক্ত চশমা দেওয়া হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন
ম পাবনা প্রতিনিধি
মানব কল্যাণ ট্রাস্ট সিঙ্গার চারতলা বিশিষ্ট এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আলহাজ ডক্টর আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার পার্থের কারটিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন, কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ ডা. ইফতেখার মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুল বাতেন মোলস্না।
ফুটবল টুর্নামেন্ট
ম রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর খেলা উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার উদ্বোধন করেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবছার যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল কাজ।
মিলাদ ও দোয়া
ম দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট নাদিম মোস্তফার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রয়াত অ্যাডভোকেট নাদিম মোস্তফার সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুন্নাহার পারুল। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চলনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভা অনুষ্ঠিত
ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বক্তব্য রাখেন ইউএনও (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, থানার ওসি এসএম নুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব ইলাহী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম তানজির নাঈম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, মধুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংবাদিক খন্দকার এনামুলসহ প্রমুখ।
স্মরণসভা
ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের উদ্যোগে, 'শহীদ বায়েজিদ বোস্তামিসহ বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে' স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোশফেকা খানম, প্রভাষক শামীমুল হাসান, নওশাদ হোসেন হ্যাপী, এম হোসাইন, সঞ্চালক হারুন আল রশীদ, শহীদ বায়েজিদ বোস্তামির মা রেনুয়ারা বেগম, বোন উম্মে সালমা, ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাজিদ বিলস্নাহ, ফয়সল আহমেদ।
যুব সমাবেশ
ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব। উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ আবু সালেহ মুসার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এ কে এম ফজলুর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, সেক্রেটারি রেজোয়ান প্রমুখ।
\হ
সম্মাননা স্মারক
ম লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, স্মরণিকার মোড়ক উন্মোচন ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার ইউএনও আবু রিয়াদের সভাপতিত্বে ও শিক্ষক মহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহান। ট্রাস্টের নির্বাহী সচিব এসএম হায়াতুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুন্সী শাহাবুদ্দীন, সাবেক অতিরিক্ত সচিব আজিজুল হক, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার।