ইউনেস্কো ও জাতীয় জাদুঘরের সহযোগিতায় 'ধামের গানের' উৎসব

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ইউনেস্কো ও জাতীয় জাদুঘরের সহযোগিতায় দুই দিনব্যাপী 'ধামের গানের' উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়ার সোনাপাতিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'গিদরী বাউলি'র পক্ষে সোনাপাতিলার গ্রামবাসী এ আয়োজন করে। আয়োজনে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ জাতীয় যাদুঘর ও ইউনেস্কো। সারাদেশের ৮টি বিভাগের ৮টি অঞ্চলের লোকসংস্কৃতিকে নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কো কালচারাল সেন্টার এই আয়োজন করে। ঠাকুরগাঁও তথা বৃহত্তর দিনাজপুর অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীত 'ধামের গান' আয়োজনের দায়িত্ব পায় সাংস্কৃতিক সংগঠন 'গিদরী বাউলী'। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষে ড. শওকত ইমাম খান, আব্দুল হাসনাথ, ফজলে রাব্বি, মাজহার রহমান শাহ এবং গিদরী বাউলি সাংস্কৃতিক সংগঠনের পক্ষে প্রখ্যাত চিত্রশিল্পী কামরুজ্জামান স্বাধীন, সালমা জামাল মৌসুম, সাইদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপভোগের জন্য দর্শকদের ছিল উপচেপড়া ভিড়।