মাদক থেকে রক্ষা করতে যুবকদের খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে

বিএনপি নেতা হেলাল

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

রূপসা (খুলনা) প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির তথ্য-বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, 'মাদকের হাত থেকে রক্ষা করতে যুবকদের খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে। দেশের সব গ্রামে ফুটবলকে প্রাধান্য দিয়ে যুবকদের মাদকের হাত থেকে রক্ষা করতে হবে।' গত শনিবার বিকালে শহীদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। ফাইনাল খেলায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ২-০ গোলে নৈহাটি সান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যম্পিয়ন হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পি, শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী, রশিদ শেখ, খায়রুল ইসলাম, মোস্তফাউল বারী লাভলু, এনামুল হক, জিএম কামরুজ্জামান, উপজেলা বিএনপি নেতা মোলস্না সাইফুর রহমান, জাবেদ হোসেন মলিস্নক ও আতাউর রহমান রুনু।