চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে এলাকার বাদশা পরিচয় দিয়ে চাঁদাবাজির মূল হোতার অন্যতম সহযোগী মো. রিয়াজ উদ্দিন (৪০) নামে একজনক গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজ উলিস্নখিত এলাকার মো. হোসেনের ছেলে এবং পুলিশ কর্তৃক সনাক্তকৃত মূল হোতা মো. এমরানের ভগ্নিপতি।
গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুমিনুন নিসা খানমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি শেষে আদালতের নির্দেশে রিয়াজকে জেল-হাজতে প্রেরণ করা হয়।
তবে, মূল হোতা এমরান যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে বলে থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান জানিয়েছেন। অপরদিকে, পুলিশ আসামিকে সনাক্ত ও তার অন্যতম সহযোগীকে গ্রেপ্তারের খবরে ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, চাঁদা দাবির মূলহোতা এমরান ৬ মাস পূর্বে টেকনাফ এলাকা থেকে একইভাবে ব্যবসায়ীদের হুমকি-ধামকি প্রদান ও ব্যবসায়ী কামালের দোকানে অগ্নিসংযোগসহ বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করে।