ইন্দুরকানীতে চাষিদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে চাষিদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে (এডিবি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় উপজেলার বালিপাড়া গ্রামে ২৯ জন বাঙ্গি চাষি ও নয়জন তরমুজ চাষিকে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়। প্রতিজন চাষিকে ৩০ কেজি জৈব সার, ১৫ কেজি ইউরিয়া, ১৫ কেজি টিএসপি, ২২ কেজি এমওপি, ৫০০ গ্রাম জিংক, ৫০০ গ্রাম বোরন সার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সেলিম। উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক মো. ফরিদ হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা আমির মাওলানা আলী হোসাইনসহ এলাকার চাষিরা।