ঈশ্বরদীতে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় অবৈধ আগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান উদ্ধার করেছে ঈশ্বরদী পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত শুক্রবার রাত সোয়া ১১ ঘটিকায় এই অভিযানে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর জোয়ার্দার পাড়া এলাকা থেকে অস্ত্র উদ্ধার করা হয়। জানা যায়, ঈশ্বরদী পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পাবনার যৌথ অভিযান পরিচালনাকালে থানার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর জোয়াদ্দার পাড়া মুলাডুলি কৃষি খামারের ভেতর প্যারিস রোডস্থ পাকা রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। ঈশ্বরদী পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।