তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
কুমিলস্নার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় একজন নিহতসহ চারজন আহত হয়েছেন। অন্যদিকে, পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় একজন অটো ভ্যানচালকের মৃতুু্য হয়েছে। এছাড়া ঝিনাইদহের কালিগঞ্জে ছয়জন আহত হয়েছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠোনো তথ্যে বিস্তারিত খবর- ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গত শনিবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ-খুলনা মহাসড়কের বেজপাড়া মোচিক তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সবুজ (৩০), শাহাবুদ্দিন (২৬), কিবরিয়া হোসেন (৫০), সুজন (৩৮), লিপি খাতুন (৩০) ও চুপড়া দত্ত (৩৭)। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসক শিশির কুমার জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে আনেন। তাদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার নজরুল ইসলাম। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিলস্না মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানা সেকেন্ড অফিসার নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ ও গাড়িটি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে দ্রম্নতগামী ট্রাকের ধাক্কায় নাহিদ প্রামাণিক (২০) নামে একজন অটো ভ্যানচালকের মৃতু্য হয়েছে। রোববার দুপুর ১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া কালিকাপুরস্থ পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ প্রামাণিক সদর উপজেলার টেবুনিয়ার ছোট মাটিয়া বাড়ি গ্রামের সুমন প্রামাণিকের ছেলে। পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করেছে। এ বিষয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।