চাটখিলে বীজ থেকে ধানের চারা না গজানোর অভিযোগ কৃষকের

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
চাটখিল উপজেলায় বিনামূল্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক প্রদত্ত বীজ থেকে ধানের চারা না গজানোর অভিযোগ কৃষকদের। গত সপ্তাহে উপজেলা কৃষি অফিস এসব বীজধান কৃষকদের মাঝে বিতরণ শুরু করে। বিতরণের বীজ ধানগুলো হচ্ছে এসএল ৮ এইচ ও উইন ৩০২। বীজ ধানগুলোর মধ্যে ইউন ৩০২ এর অঙ্কুরোদগম চারা গজাচ্ছে না। এতে করে কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে। চাটখিল পৌর সভার ৭নং ওয়ার্ডের কৃষক ফারুক হোসেন, ৬নং ওয়ার্ডের আবুল বাসার ও মাসুদ আলমসহ কৃষকরা অনেকেই অভিযোগ করে জানান, সরকার কর্তৃক বিনামূল্যে দেওয়া বীজ ধানের মধ্যে উইন- ৩০২ দীর্ঘসময় ভিজিয়ে রাখার পরও চারা অঙ্কুরোদগম হচ্ছে না। উপজেলা কৃষি অফিসার জুনায়েদ আলম জানান, বীজ ধান বিতরণ কালে কৃষকদের সঠিক ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বীজের প্যাকেটের গায়ে নির্দেশনা রয়েছে। যারা সঠিকভাবে অঙ্কুরোদগমের ব্যবস্থা করতে পেরেছে তাদের সমস্যা হয়নি। যাদের সমস্যা হয়েছে তাদের কে স্থানীয় বস্নক সুপাইভাজার অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি।