মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

এক যুগ পর ব্যবসায়ীদের কাছে ফিরলো যশোর চেম্বার অব কমার্স

স্টাফ রিপোর্টার, যশোর
  ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
এক যুগ পর ব্যবসায়ীদের কাছে ফিরলো যশোর চেম্বার অব কমার্স

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দায়িত্বভার ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ১২ বছর পর গত শনিবার রাত নয়টার দিকে যশোর ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত পর্ষদ সদস্যদের পরিচিতি ও কার্যভার হস্তান্তর অনুষ্ঠানে ব্যবসায়ীদের কাছে সংগঠনের দায়িত্বভার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সংগঠনের প্রশাসক এস এম শাহীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, চেম্বারের নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল, সংগঠনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে ১৯ সদস্যর কমিটির পদ উলেস্নখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় মিজানুর রহমান খানের নেতৃত্ব প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে