মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রায়গঞ্জের আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রায়গঞ্জের আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে 'প্রশাসক' নিয়োগ করা হয়েছে। গত বুধবার জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।

ইউনিয়নগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা হলেন, সোনাখাড়া ইউনিয়নে উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মেহেদী হাসান, ধুবিল ইউনিয়নে উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, ঘুড়কা ইউনিয়নে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দেলোয়ার হোসেন, চান্দাইকোনা ইউনিয়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. হাফিজুর রহমান, ধানগড়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, নলকা ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আযাদ, পাঙ্গাসী ইউনিয়নে সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) আনন্দ বর্মন, ব্রহ্মগাছা ইউনিয়নে উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম।

এই আটটি ইউনিয়নে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হওয়ার কারণে গত বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এক পত্রের মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে সহকারী উপরোক্ত কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে এই আটটিতে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে