ফ্যাসিস্ট আ'লীগের বিরুদ্ধে কথা বললেই নির্যাতিত হতে হয়েছে :বেবী নাজনীন

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন -যাযাদি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট সংগীত শিল্পী বেবী নাজনীন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় শুধু বিএনপি নয়, স্বৈরশাসকের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই নির্যাতিত হয়েছে।' শনিবার বিকালে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতায় কোরআন খানি ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। তিনি বলেন, ছাত্র জনতার গণআন্দোলনে নিহত শহীদ আবু সাইদ, মুগ্ধ সাজ্জাদসহ শত শত বীরদের কারণে আজ আমরা মুক্ত। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। বিকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর সরকার। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল, শহীদ জিয়া পরিষদ, জিয়া মঞ্চ, জাসাসের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।