রামুতে চোরাচালান লেনদেনের জেরে, যুবককে কুপিয়ে হত্যা

চার জেলায় ৪ জনের অপমৃতু্য

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
কক্সবাজারের রামুর উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় চোলাচালানের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অপরদিকে চাঁদপুর, নড়াইলের কালিয়া, নওগাঁর নিয়ামতপুর ও কুড়িগ্রামের রাজারহাটে ৪ জনের অপমৃতু্য হয়েছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের রামুর উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় চোলাচালানের ঘটনাকে কেন্দ্র করে মো. শাহাবুদ্দীন মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মো. শাহাবুদ্দিন মিয়া কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই রাজস্ব বড়ুয়া জানান, চোরাচালানকে কেন্দ্র করে শাহাবুদ্দীন ও স্থানীয় ওবাইদুল আকবরের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে একদল লোক আকস্মিক এলোপাতাড়ি কোপায়। এসময় ফাঁকা গুলিও ছুড়ে হামলাকারীরা। এক পর্যায়ে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দীনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে চোরাচালান লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় দৈনিক ভাড়া বাবদ পাওনা টাকার জন্য শরীফ তালুকদার (১৯) নামে সিএনজি চালিত অটোরিকশা চালককে হত্যা করে দোকানের কাঠের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে ঘটনার বিষয় নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী। এর আগে গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে বাগাদী চৌরাস্তা এলাকায় রাসেল গাজীর অটোরিকশার পার্টসের দোকানে এই ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় রোববার দুপুরে চালক শরীফ তালুকদারের মামা মো. জসিম উদ্দিন ভুঁইয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। নিহত চালক শরীফ তালুকদার বাগাদী ইউনিয়নের ব্রাহ্মন সাখুয়া গ্রামের তালুকদার বাড়ির মফিজ তালুকদারের ছেলে। তার মায়ের নাম আয়েশা বেগম। অভিযুক্তরা হলেন-চৌরাস্তার অটোরিকশার পার্টসের দোকানদার নানুপুর গ্রামের মুজিব গাজীর ছেলে মো. রাসেল গাজী (২৮) ও তার দোকানের মিস্ত্রি সুমন পাটওয়ারী (৩৫)সহ অজ্ঞাতনামা কয়েকজন। চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, ঘটনাস্থল থেকে ওই চালকের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পরে ডোবা থেকে শওকত লস্কার (৫০) নামে এক বাকপ্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। রোববার সকালে উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ভ্যানচালক শওকত লস্কার বাকপ্রতিবন্ধী ছিলেন। গত ২৪ নভেম্বর সন্ধ্যায় নড়াগাতী থানার বড়দিয়া বাজার থেকে নিজের চালিত অটোভ্যানসহ সন্ধ্যা ৭টায় নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন ২৫ নভেম্বর শওকতের বড় ভাই লাভলু লস্কার নড়াগাতী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ৭ দিন পরে রোববার কালিয়া উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে ধান মাড়ানো মেশিনের চাকায় পিষ্ট হয়ে মুশফিক (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃতু্য হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই তার বাবাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃতু্য হয়। নিহত মুসফিক উপজেলার চন্দননগর ইউনিয়নের তালপুকুরিয়া এলাকার মিলন হোসেনের একমাত্র সন্তান। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে এক ট্রলি চালক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে রমজান আলী (১৮) অন্যান্য দিনের মতো শুক্রবার ট্রলি (স্যালো চালিত) চালিয়ে বাড়িতে আসে। ওইদিন গভীর রাতে সে সবার অগোচরে শয়ন ঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন। পরদিন শনিবার সকালে শয়ন ঘর থেকে বের না হওয়ায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেন। এতে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে রমজান আলীর ঘরে প্রবেশ করলে তার লাশ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ফাঁস থেকে লাশ নামিয়ে ফেলে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমজান আলীর লাশ উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীনতায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পায় পুলিশ। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।